প্রতিবারের ন্যায় এবারের ঈদেও অভিজাত পোশাক হাউসগুলো জমকালো কারুকাজের আকর্ষণীয় ও চোখ ধাঁধানো ডিজাইনে পোশাক নিয়ে এসেছে। তরুণীদের পোশাক মানে নানা ডিজাইনে নান্দনিকতার ছোঁয়া। নামেও আছে বাহারি বৈচিত্র্য। প্রতিটি মার্কেট ও শপিং মলে তরুণীদের ভিড় লক্ষণীয়। তরুণীদের হালফ্যাশনের নানা পোশাকের চোখ ধাঁধানো কারুকাজ ঈদের বাজার মাতিয়ে তুলেছে।
ডিসপ্লে করে পোশাকের নাম দেওয়া হয়েছে ভারতীয় জনপ্রিয় বিভিন্ন অভিনেত্রীর নাম। নামের সাথে দামেরও রয়েছে তফাত। তরুণীদের এসব পোশাক সাধারণত এক/দেড় হাজার থেকে শুরু করে ৩৫ হাজার টাকা পর্যন্ত দাম ধরা হয়েছে শপিং মলগুলোতে। এরই মধ্যে বাজারে শৈল্পিক কারুকাজের দ্যুতি ছড়াচ্ছে দেশীয় পোশাকের সমাহার। এবারও ঈদে বাজারে দেশীয় পোশাকের পাশাপাশি ভারত, চীন ও পাকিস্তানি কাপড়ের ছড়াছড়ি দেখা গেছে।
শেয়ার করুনঃ