চুলের সৌন্দর্য আমাদের আরও বহুগুণ আকর্ষণীয় করে তোলে। বিশেষ করে আমাদের বাঙালি ছেলেমেয়েদের জন্য চুলের সৌন্দর্য অনেক গুরুত্বপূর্ণ। চুল ছাড়া পরিপূর্ণ সৌন্দর্য কল্পনাই করা যায় না; সেটা ছেলের হোক কিংবা মেয়ের। শীত পড়তে শুরু করা মানেই যে আপনার লাইফস্টাইল বদলে ফেলতে হবে, এমনটা নয়। শুধু দরকার একটু সতর্কতা। বাতাসে আর্দ্রতার অভাবে চুলে চকচকে ভাব নষ্ট হয়ে যায়, চুল আরও শুষ্ক হয়ে যায়।
শীতকালে সুস্থ ও সুন্দর থাকার জন্য প্রাথমিক কিছু প্রস্তুতি নেওয়া দরকার। এই সময়ে আপনার ত্বক এবং চুল হয়ে যায় নিস্প্রাণ। এ সময় ত্বকের কিছু সমস্যার পাশাপাশি চুলেও নানা সমস্যা দেখা দেয়। এ সমস্যা থেকে মুক্তি পেতে এই সময়ে কীভাবে চুলের পরিচর্যা করলে আপনার চুল থাকবে ঝরঝরে ও সুন্দর, সে জন্য প্রথম দরকার হলো :
অয়েলিং : এক কাপ মধু ও এক কাপ অলিভ অয়েল মিশিয়ে তাতে দুই চা-চামচ মেথি ক্রাশ করে মিলিয়ে নিন এবং একটুখানি আমলকীও ক্রাশ করে এর ভেতর মিলিয়ে এই মিশ্রণ তিন-চার দিন রোদে রেখে দিন। যখনই রোদে দেবেন, একটু ঝাঁকিয়ে দিন। এভাবে দু-তিন দিন রোদে দেওয়ার পর অয়েলের মিশ্রণটা পাতলা কাপড় দিয়ে ছেঁকে বোতলে ভরে তার ভেতর ১০ ভাগ কেস্টর অয়েল মিশিয়ে রেখে দিন। এবার যখনই ব্যবহার করবেন, একটু গরম পানির পাত্রে কিছুক্ষণ রেখে দিলে তেলটা ঈষৎ উষ্ণ হয়ে যাবে। ওই তেল চুলের গোড়ায় ভালো করে লাগান, হালকা হাতে ম্যাসাজ করুন। এর পর এক ঘণ্টা রেখে দিন। চাইলে স্টিম নিন ১০ মিনিট। স্টিমটা নেওয়ার ফলে তেলের পুষ্টিটা চুলের গোড়ায় ঠিকভাবে পৌঁছে যাবে। এর পর প্রোটিনসমৃদ্ধ শ্যাম্পু ব্যবহার করুন। স্টিম চাইলে গরম পানিতে টাওয়েল ভিজিয়েও নিতে পারেন।
কন্ডিশনার
পার্সেল পাতা পানিতে ফুটিয়ে ছেঁকে বোতলে ভরে রেখে দিন। এটা ভীষণ ভালো ন্যাচারাল কন্ডিশনার। এই কন্ডিশনার ব্যবহার করার সময় চুল শ্যাম্পু করা হয়ে গেলে ভালোভাবে ভেজা চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ম্যাসাজ করুন এবং পাঁচ মিনিট পর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। যতই শীত পড়ুক খুব বেশি গরম পানি মাথায় ঢালবেন না, এতে আপনার চুলে অয়েল ব্যালেন্স নষ্ট হয়ে যাবে। তাই সব সময় মাথা ধোয়ার জন্য ঈষৎ উষ্ণ পানি ব্যবহার করুন। সবশেষে নরমাল পানি দিয়ে ধুয়ে ফেলুন। যদি চুল সব রুক্ষ হয়, তবে সপ্তাহে দুদিনের বেশি শ্যাম্পু করবেন না। চুলের ময়েশ্চার বজায় রাখতে ভালো কন্ডিশনার ইউজ করতে ভুল করবেন না। সপ্তাহে এক দিন একটি হেয়ার প্যাক ব্যবহার করে এক ঘণ্টা রেখে শ্যাম্পু করে কন্ডিশনিং করে নিলে আপনার চুল শীতেও থাকবে ঝলমলে।
হেয়ার প্যাক
উপকরণ : আমলকীর গুঁড়া ২ চা-চামচ, মেথিগুঁড়া ১ চা-চামচ, ডিম ১টি কুসুমসহ, হেনা পাউডার ১ চা-চামচ, মধু ১ চা-চামচ, চায়ের লিকার আধা কাপ।
সব উপকরণ মিশিয়ে হালকা গরম অবস্থায় চুলে লাগিয়ে এক ঘণ্টা রেখে দিন। যাদের ঠান্ডা লাগার সমস্যা থাকে, তারা ২০ মিনিট রাখতে পারেন; তাতেও আপনার কাজ হয়ে যাবে। এরপর আপনার চুলের উপযোগী শ্যাম্পু ব্যবহার করে চুল ধুয়ে ফেলুন এবং সবশেষে পার্সেল পাতার রস দিয়ে কন্ডিশনিং করুন।
খুশকি
খুশকি থাকলে অনেক সমস্যা। শীতকালে খুশকির সমস্যা বেশি দেখা যায়। এ সময় লেবুর রস ও আমলকীর রস সমপরিমাণে মিশিয়ে চুলের শুধু গোড়াতে এক ঘণ্টা লাগিয়ে রাখুন, শ্যাম্পু করার প্রয়োজন নেই। ভালো করে চুল ধুয়ে ফেলুন। তাহলে খুব তাড়াতাড়ি খুশকি ভালো হয়ে যাবে। এভাবে নিয়মিত পরিচর্যার (সপ্তাহে দুই দিন) মাধ্যমে শীতকালেও আপনার চুলকে রাখুন ঝলমলে ও খুশকিমুক্ত।
শেয়ার করুনঃ