শিক্ষা জাতির মেরুদণ্ড। মেরুদণ্ডহীন মানুষ যেমন সোজা হয়ে দাঁড়াতে পারে না, তেমনি অশিক্ষিত বা শিক্ষাবিহীন মানুষ সমাজের বোঝা হয়ে জীবন যাপন করে থাকে। রাজনৈতিক অস্থিরতার কারণে বর্তমানে শিক্ষার্থীদের লেখাপড়ার চরম ক্ষতি হচ্ছে। ঘন ঘন হরতাল আর রাজনৈতিক সহিংস কর্মসূচির কারণে শিক্ষাব্যবস্থা ক্রমেই ধ্বংসের দিকে যাচ্ছে। রাজনৈতিক অস্থিরতার কারণে শিক্ষার্থীরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারছে না। শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবার উদ্বিগ্ন। হরতালের কারণে জেএসসিসহ বিভিন্ন পরীক্ষা বারবার পেছাতে হচ্ছে, এতে পরীক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফল অর্জন সম্ভব হচ্ছে না। দেশ ও দেশের মানুষের কথা চিন্তা করে রাজনৈতিক সমঝোতা জরুরি।
শেয়ার করুনঃ