বাসা থেকে বের হওয়ার পর প্রায় দীর্ঘ দুই কিলোমিটার রাস্তা একেবারে চলাচলের অনুপযোগী হয়ে আছে। এর ওপর আবার ওভারব্রিজের কাজের জন্য অনেক রাস্তা বন্ধ হয়ে আছে। রাস্তার ভাঙা গর্তে পানি এবং কাদার কারণে হাঁটার কোনো উপায় নেই। যানবাহনগুলো যখন এদিক-ওদিক দৌড়াদৌড়ি করে ধুলাবালিতে, তখন দম বন্ধ হওয়ার উপক্রম হয় পথচারী ও যাত্রীদের। অসুস্থ মানুষ এ রাস্তা দিয়ে যাতায়াত করলে আরও অসুস্থ হয়ে পড়ে। যাত্রাবাড়ী এলাকার রাস্তাগুলোর এ অবস্থা অনেক দিনের পুরোনো। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ ব্যাপারে মাথাব্যথা একটু কমই মনে হয়। সায়েদাবাদ, যাত্রাবাড়ী এবং আশপাশের এলাকাগুলোর রাস্তা অনেক দিন ধরেই এই অবস্থায় আছে। তাই ‘সময় বিচিত্রা’র মাধ্যমে মাননীয় যোগাযোগমন্ত্রীর কাছে অনুরোধ, যাত্রাবাড়ীতে রাস্তা সংস্কারকাজ দ্রুত সময়ে শেষ করে আমাদের ভোগান্তির হাত থেকে বাঁচান।
শেয়ার করুনঃ