শিল্পা শেঠি অভিনয় ছেড়েছেন বছর চারেক হলো। স্বামী, সন্তান, সংসার এবং ব্যবসাকেন্দ্রিক ব্যস্ততার কারণেই এই সময়ে অভিনয় করা হয়নি তার। পরে অবশ্য আইপিএল প্রতিযোগিতায় মাঠে নিজ দলকে সাপোর্ট করতে ঠিকই দেখা গেছে তাকে। তবে এই নিয়েও কম ঝামেলায় পড়তে হয়নি তাকে। ম্যাচ ফিক্সিংসহ নানা জটিলতার মধ্য দিয়ে কিছুদিন আগেই গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয় শিল্পার বিরুদ্ধে। কিন্তু জামিন নিয়ে ইতিমধ্যে আইনি জটিলতা কাটিয়ে উঠেছেন শিল্পা। তবে এবার শিল্পা-ভক্তদের জন্য সুখবর হলো, খুব শিগগির তিনি অভিনয় করছেন নতুন একটি ছবিতে। এখানে অতিথি শিল্পী হিসেবে কিংবা শুধু আইটেম গানের জন্য নয়, শিল্পাকে দেখা যাবে প্রধান নারীচরিত্রে। ছবিটি পরিচালনা করছেন পারমিত সিং। ‘বদমাশ কোম্পানি’র পর এ ছবিটি পরিচালনা করতে যাচ্ছেন তিনি। ছবিতে শিল্পার বিপরীতে অভিনয় করার কথা রয়েছে শহিদ কাপুরের। আর তা-ই যদি হয়, তাহলে এই প্রথমবারের মতো কোনো ছবিতে জুটিবদ্ধ হয়ে আসছেন এই দুই তরকা। বিষয়টি খোদ পারমিত সিং সম্প্রতি একটি রিয়্যালিটি শোতে জানিয়েছেন। এ বিষয়ে পারমিত বলেন, ‘নতুন ছবির ঘোষণা ইতিমধ্যে আমি দিয়েছি, সেটা আপনারা সবাই জানেন।’ নতুন বিষয় হলো, এই ছবির অন্যতম একটি চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন শিল্পা শেঠি। তার সঙ্গে শহিদ কাপুরকে নেওয়ার কথাবার্তা চলছে। আগের চেয়েও অনেক বেশি আবেদনময়ী শিল্পাকে এখানে উপস্থাপন করা হবে। আশা করছি দর্শকদের জন্য শিল্পার এই ফিরে আসা বড় একটি চমক হিসেবে ধরা দেবে।
শেয়ার করুনঃ